পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম 2023 । How to apply for police clearance online?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আপনাকে আর আগের মতো হয়রানির শিকার হতে হবেনা । আপনার হাতে থাকা স্মাটফোন অথবা কম্পিউটার দিয়ে খুব সহজে ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে ফেলতে পারেন । 

Laila Main Laila x Basti Ka Hasti Xml File | New Trending Video Editing | New Xml File Alight Motion


আজকের এই পোস্টের মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সেই সাথে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট থেকে কিভাবে ফি পরিশোধ করবেন । তো আর কথা না বাড়িয়ে চলে যাবো আমরা মূল কাজে । 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম 2023 

তো প্রথমে আপনি ক্রম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর সার্চবারে গিয়ে সার্চ করুন Police Clearence Certificate অথবা এই লিংকে ক্লিক করুন  । 

Police Clearence ওয়েবসাইটে রেজিষ্ট্রেষণ করার নিয়ম

ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে রেজিষ্ট্রেষণ করে নিতে হবে । 

নিম্নে রেজিষ্ট্রেষণ করার ধাপগুলি দেওয়া হলোঃ👇

  • এই লিংকে ক্লিক করার পর ওয়েবসাইটে গেলে ঠিক বাম পাশে নিচ বরাবর লগিন অথবা রেজিষ্ট্রেষণ করার অপশন পাবেন । 
  • রেজিষ্ট্রেষণ অপশনে ক্লিক করুন । 
  • তারপর আপনার সামনে একটি রেজিষ্ট্রেষণ ফর্ম আসবে । 

** তারপর আপনার পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড অনুসারে ফর্ম ফিলআপ করতে হবে । 

  • প্রথমে নাম
  • ইমেইল
  • মোবাইল নম্বর
  • এনআইডি নম্বর
  • পাসওয়ার্ড ( অবশ্যই মৌলিক দিবেন )
  • সেইম পাসওয়ার্ডটি আবার দিবেন
  • তারপর ক্যাপচা পুরণ করবেন । সংখ্যা থাকতে পারে সঠিকভাবে দেখে পুরণ করবেন । 
  • তারপর কন্টিনিউ বাটনে প্রেস করবেন । 

তারপর আপনকে একটি নোটিস দিয়ে বলবে যে আপনি যে মো্বাইল নম্বরটি কিছুক্ষণ আগে দিয়েছেন সেই মোবাইল নম্বর থেকে একটি মেসেজ দিতে । 

মোবাইল থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর এসএমএস পাঠানোর নিয়ম

মেসেজ পাঠানোর জন্য প্রথমে আপনার মেসেজ সেকশনে যান তারপর টাইপ করুন  (  PCC AV 4591) লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে । কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দিবে ( Your Account is Successfully verified)


ওকে এসএমএস এর কাজ কম্পিলিট হলে আবার ্ঐ ওয়েবসাইটে যান তারপর ( My Account ) মেনুবারে ক্লিক করুন । 

  • তারপর আপনার নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন 
  •  তারপর সাইন ইন বাপনে ক্লিক করুন 

ব্যাস ! আপনার একাউন্টটি ফুলফিল ভাবে ক্রেইট করা হয়েছে এবং আপনি আপনার ড্যাশবোর্ডও এখান থেকে দেখতে পারবেন । 

ড্যাশবোর্ডের মেনুবারে আপনি ৪টি অপশন পাবেন । 

  • Home 
  • Apply
  • My Account
  • Contact us

এখান থেকে আপনি Apply অপশনে ক্লিক করুন । তারপর শুরুতেই আপনাকে Purpose সেলেক্ট করতে বলবে । আপনি যদি বিদেশে গমন করতে চা্ন তাহলে পাশে থাকা Go Ahead সেলেক্ট করবেন । আর আপনি Others সেলেক্ট করেন তাহলে আপনাকে DSB অথবা SB অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে । তো ধরি আপনি বিদেশ যাবেন এখান থেকে Go Ahead সেলেক্ট করলেন । সেলেক্ট করার পর  Country of Travel এই অপশনটি সেলেক্ট করে কোন দেশে যেতে চান সেটি সেলেক্ট করবেন । 

তারপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে । আপনি ধাপে ধাপে মাথা ঠান্ডা করে সেগুলি পুরণ করবেন । এক্ষেত্রে এখানে যে তথ্য গুলো দিবেন সেগুলো অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে দিবেন । 

নিম্নে ধাপগুলো দেওয়া হলোঃ👇

  • Passport No-
  • Issuing Country
  • Issue Date
  • Issue Place
  • Expiry Date
  • Mobile No
  • Email
  • Nid no
  • Full Name
  • Father/Husbands Name
  • Relation
  • Mothers Name
  • Date of Birth
  • Salutation 
  • Photo

এক্ষেত্রে সকল তথ্য গুলো আপনি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন । স্যালুট্যাশন এ্রর জায়গায় MR. Or MRS দিবেন । ছবির ক্ষেত্রে ছবির সাইজ সবোর্চ্চ 150 কিলোবাইট হতে হবে । সকল তথ্য সঠিকভাবে পুরণ হয়ে গেলে Save & Next বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরো:

তারপর আপনার পারসোনাল তথ্য গুলো দিয়ে দিতে হবে । এটি ৩ ধাপে সম্পর্ণ করতে হবে । 

  • Emergency Contact Address
  • Parmanent Contact Address
  • Present Address

Emergency Contact Address: এখানে কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে নিম্নে আমি বলে দিচ্ছি ঃ

  • District/Metro
  • Thana
  • Post Office
  • Post Code
  • Village/Area/Sector
  • Road
  • House

Parmanent Contact Address: এখানে কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে নিম্নে আমি বলে দিচ্ছি ঃ

  • District/Metro
  • Thana
  • Post Office
  • Post Code
  • Village/Area/Sector
  • Road
  • House
Present Address: এখানে কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে নিম্নে আমি বলে দিচ্ছি ঃ
  • District/Metro
  • Thana
  • Post Office
  • Post Code
  • Village/Area/Sector
  • Road
  • House

সমস্ত তথ্য সটিকভাবে দেওয়ার পরেও প্রয়োজনে আরো ২ বার দেখে নিন । নিচের দিকে গেলে ২টি অপশন পাবেন । 
  • Delivery Type
  • Delivery From
ডেলিভারি টাইপ এর এখানে একটা অপশই দেওয়া থাকবে এবং ঐটা ডিফল্টভাবে সেলেক্ট করা থাকবে । তারপর ডেলিভারি ফ্রম এটার মানে হচ্ছে আপনি কথা থেকে ডেলিভারি নিতে চান । এখানে সম্ভবত ডিফল্ট ভাবে একটি অপশন সেট করা থাকবে  । না থাকলে আপনারা সেলেক্ট করে নিবেন । তারপর  Save & Countinue বাটনে ক্লিক করবেন । 


Background Music



তারপর পরবর্তি অপশনে আমাদের বেশ কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। আমি একে একে বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন । 
  • Passport
  • NID Card
  • Birth Certificate
  • Word Council Certificate
  • Others
এই তথ্য গুলো সঠিকভাবে সাবমিট করুন । সঠিকভাবে সাবমিট হলে দেখবেন পাশে সবুজ টিক মার্ক ওঠে যাবে । তারপর ক্যাপচা পুরণ করে Save & Countinue বাটনে ক্লিক করবেন । তারপর দেখবেন যে আপনার সামনে একটি নতুন পেইজ ওপেন হবে এবং একটি নমুনা আবেদন পত্র পদর্শিত হেবে । আপনি এখানে আপনার সকল তথ্য গুলো দেখে নিতে পারবেন । একটু নিচে গেলে দেখবেন ফাইনাল সাবমিট ও ইডিট নামে দুইটি অপশন আছে । আপনার কাছে যদি মনে হয় আপনার কোনো তথ্য ভুল আছে তাহলে আপনি ইডিট অপশন থেকে েসেটি সংশোধন করে নিতে পারবেন । 

আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে টিকমার্ক ওঠিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন । তারপর দেখবে আপনার সামনে কিছু রেফারেন্স নম্বর ,পাসপোর্ট সহ আরো কিছু তথ্য আপনাকে দেখাবে । আপনি ঝটপট সেগুলো লিখে রাখবেন । 
যেগুলো আপনাকে দেখাবে ঃ
  • Rel no
  • Passport no
  • Name
  • Mobile No

পুলিশ ক্লিয়ারেন্স এর ফি পরিশোধ করার পদ্ধতি

তারপর দেখবে নিচের দিকে টাকা পরিশোধ করার জন্য ১ নম্বরে যে ক্লিক রয়েছে সেটাতে ক্লিক করবেন । তারপর নতুন একটা পেইজ ওপনে হবে । এবং সেটাতে Send Anyway এটাতে ক্লিক করবেন । তারপর দেখবেন ই চালনের একটি ফর্ম  চলে আসবে । এবং মজার বেপার হলো এখানে সব তথ্য গুলো পুরণ করা থাকবে । জাস্ট শেষের দিকে একটা অপশন দেখতে পারবেন পরিশোধ নামে ঠিক ঐটাই একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন সোনালি পেমেন্ট গেটওয়ে নামে একটা অপশন চলে আসছে । এখানে আপনার রেফারেন্স নম্বর ,ইনভয়েস নম্বর, দেওয়া থাকবে । তারপর দেখবেন লেখা আছে পেমেন্ট টু উ-চালান । 


৩টি ধাপে আপনি টাকা পরিশোধ করতে পারবেন । 
  • Sonali Bank
  • Card
  • Mobile Banking 
তো আমি যেহেতু মোবাইল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবো তো এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং অপশনটি সেলেক্ট করলাম । তারপর দেখবেন ৫ ধরনের পেমেন্ট গেটওয়ে রয়েছে।
  • Bkash
  • Rocket
  • Nogod
  • Tap
  • Upay
আপনি যেটাতে ইচ্ছে সেটা সেলেক্ট করবেন । তারপর দেখাবে আপনার মোপ কত টাকা খরচ হবে এবং খরচ সহকারে আপনার একাউন্ট থেকে কত টাকা কেটে নিবে । তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর নিচে পে উইথ বিকাশ এটি সেলেক্ট করুন । তারপর দেখবেন আপনার বিকাশ পেমেন্ট গেটওয়ে  চলে আসবে । আপনি আপনার বিকাশ একাউন্টের নম্বর দিয়ে ওকে করবেন । আপনার ফোনে আসা অটিপি কোডটি  দিবেন । তারপর আপনার পিন কোডটি দিয়ে ওকে করবেন । তারপর দেখবেন আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিবে ।  তারপর দেখবেন আপনার কিছু তথ্য দিবে আপনি এগুলো নোট করে রাখবেন । যেমনঃ

  • পেমেন্ট ট্রান্সজেকশন
  • চালান নম্বর
  • জমার পরিমান
  • সার্ভিস চার্জ
  • জমার তারিখ 
এবং সর্বশেষ চালান কপিটি ডাউনলোড করে রাখবেন ।
তারপর আমাদের মূল যে আবেদন পেইজটা ছিল আমরা ঐ পেইজটাতে যাবো । সেখানে দেখবেন ২ নম্বরে স্ক্যান এবং ক্লিক  এই ক্লিক অপশনে টাতে ক্লিক করবো । 


তারপর দেখবেন আপনার চালান এর তথ্য গুলো চাইবে । আপনি একে একে এই তথ্য গুলো পুরণ করবেন । 

যে তথ্য ‍গুলো চাইবেঃ
  • Bank Name
  • District
  • Brance
  • Chalan Date
  • Chalan No
সবগুলো সঠিক ভাবে দিবেন । একটা কথা মাথায় রাখবেন যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তারা ডিস্ট্রিক ঢাকা এবং ব্রান্চ  লোকাল ব্রান্চ দিবেন । তারপর চেক চালান অপশনে ক্লিক করবেন । তারপর দেখবেন যে আপনাকে একটা নোটিস দিবে এবং সেটাতে বলবে আপনার তথ্যটি পাওয়া যায়নি । সোনালি ব্যাংকে চালান জমা দেওয়ার পরবতর্তী
কর্মদিবস দুপুর ১২টার  পর জমা হবে । অর্থাৎ আপনি যদি আজকে চালান জমা দেন তাহলে একদি পর সেটি জমা হবে । এবং অনলাইন আসবে । একদিন পর ঠিক যেভাবে আমার এই ওয়েবসাইটে প্রবেশ করেছিলাম সেইম ভাবে আমরা আবার প্রবেশ করবো । My Account থেকে নম্বর ,পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিবো । 

Police Clearance Online Application 2023


ঠিক নিচের দিকে একটি অপশন পাবেন আপলোড চালান নামে সেটিতে ক্লিক করবেন্ । তারপর সঠিকভাবে তথ্য দিন । চেক চালান ক্লিক করুন । তারপর নিচে দেখবেন আপনার নাম দেখাবে । পাশে যে ডকুমেন্ট ফাইল লেখা আছে ঐখানে গিয়ে আমাদের ডাউনলোড করা ফাইল টি আপলোড করে দিন । তারপর ফিনিশ দিয়ে দিন। 



তারপর আমাদের যে এপ্লিকেশন ফর্ম টা আছে ঐটা ডাউনলোড করতে হবে। এটার জন্য ড্যাশবোর্ডে গিয়ে রেফারেল নম্বর এর নিচে যে অপশনটা আছে ঐটাই ক্লিক করতে হবে। তারপর এপ্লিকেশন ফর্মটা শো করবে। এটা ডাউনলোড করে নিন । 


এই এপ্লিকেশন ফর্ম এবং চালান ফর্মটা যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। এখন কিছুদিনের মধ্যেই আপনার কাছে একটি মেসেজ আসবে । সেই এসএমএস একজন পুলিশ কর্মকর্তার নাম,মোবাইল নম্বর,সহ ডিটেলস দেওয়া থাকবে । আপনি তার সাথে যোগাযোগ করলে আপনাকে কিছু ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলবে । 


পুলিশ ক্লিয়ারেন্স  এর জন্য কি কি কাগজপত্র লাগবে 

  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • জন্মনিবন্ধনের ফটোকপি (যদি ভোটার আইডি কার্ড না থাকে )
  • পাসপোর্টের ফটোকপি
  • চ্যায়ারম্যান এ একটি প্রত্যয়নপত্র/ওয়ার্ড কাউনসিল এর প্রত্যয়নপত্র
  • এপ্লিকেশন ফর্ম
  • চালান কপি
ওকে এই কাগজপত্র জমা দেওয়ার পর আপনার তথ্য গুলো যাচাই করে দেখবে যদি সব তথ্য গুলো ঠিক থাকে তাহলে কয়েকদিনের মধ্যে আরো একটি মেসেজ আসবে । মেসেজে আপনাকে পুলিশ কিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে বলবে । 


তো কেমন লাগলো আমদের আজকের পোস্টটি??/ এই বিষয়ে আরো কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন । ধন্যবাদ

Download File

Post a Comment

Previous Post Next Post