পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আপনাকে আর আগের মতো হয়রানির শিকার হতে হবেনা । আপনার হাতে থাকা স্মাটফোন অথবা কম্পিউটার দিয়ে খুব সহজে ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে ফেলতে পারেন ।
আজকের এই পোস্টের মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সেই সাথে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট থেকে কিভাবে ফি পরিশোধ করবেন । তো আর কথা না বাড়িয়ে চলে যাবো আমরা মূল কাজে ।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম 2023
তো প্রথমে আপনি ক্রম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর সার্চবারে গিয়ে সার্চ করুন Police Clearence Certificate অথবা এই লিংকে ক্লিক করুন ।
Police Clearence ওয়েবসাইটে রেজিষ্ট্রেষণ করার নিয়ম
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে রেজিষ্ট্রেষণ করে নিতে হবে ।
নিম্নে রেজিষ্ট্রেষণ করার ধাপগুলি দেওয়া হলোঃ👇
- এই লিংকে ক্লিক করার পর ওয়েবসাইটে গেলে ঠিক বাম পাশে নিচ বরাবর লগিন অথবা রেজিষ্ট্রেষণ করার অপশন পাবেন ।
- রেজিষ্ট্রেষণ অপশনে ক্লিক করুন ।
- তারপর আপনার সামনে একটি রেজিষ্ট্রেষণ ফর্ম আসবে ।
** তারপর আপনার পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড অনুসারে ফর্ম ফিলআপ করতে হবে ।
- প্রথমে নাম
- ইমেইল
- মোবাইল নম্বর
- এনআইডি নম্বর
- পাসওয়ার্ড ( অবশ্যই মৌলিক দিবেন )
- সেইম পাসওয়ার্ডটি আবার দিবেন
- তারপর ক্যাপচা পুরণ করবেন । সংখ্যা থাকতে পারে সঠিকভাবে দেখে পুরণ করবেন ।
- তারপর কন্টিনিউ বাটনে প্রেস করবেন ।
তারপর আপনকে একটি নোটিস দিয়ে বলবে যে আপনি যে মো্বাইল নম্বরটি কিছুক্ষণ আগে দিয়েছেন সেই মোবাইল নম্বর থেকে একটি মেসেজ দিতে ।
মোবাইল থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর এসএমএস পাঠানোর নিয়ম
মেসেজ পাঠানোর জন্য প্রথমে আপনার মেসেজ সেকশনে যান তারপর টাইপ করুন ( PCC AV 4591) লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে । কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দিবে ( Your Account is Successfully verified)
ওকে এসএমএস এর কাজ কম্পিলিট হলে আবার ্ঐ ওয়েবসাইটে যান তারপর ( My Account ) মেনুবারে ক্লিক করুন ।
- তারপর আপনার নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
- তারপর সাইন ইন বাপনে ক্লিক করুন
ব্যাস ! আপনার একাউন্টটি ফুলফিল ভাবে ক্রেইট করা হয়েছে এবং আপনি আপনার ড্যাশবোর্ডও এখান থেকে দেখতে পারবেন ।
ড্যাশবোর্ডের মেনুবারে আপনি ৪টি অপশন পাবেন ।
- Home
- Apply
- My Account
- Contact us
এখান থেকে আপনি Apply অপশনে ক্লিক করুন । তারপর শুরুতেই আপনাকে Purpose সেলেক্ট করতে বলবে । আপনি যদি বিদেশে গমন করতে চা্ন তাহলে পাশে থাকা Go Ahead সেলেক্ট করবেন । আর আপনি Others সেলেক্ট করেন তাহলে আপনাকে DSB অথবা SB অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে । তো ধরি আপনি বিদেশ যাবেন এখান থেকে Go Ahead সেলেক্ট করলেন । সেলেক্ট করার পর Country of Travel এই অপশনটি সেলেক্ট করে কোন দেশে যেতে চান সেটি সেলেক্ট করবেন ।
তারপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে । আপনি ধাপে ধাপে মাথা ঠান্ডা করে সেগুলি পুরণ করবেন । এক্ষেত্রে এখানে যে তথ্য গুলো দিবেন সেগুলো অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে দিবেন ।
নিম্নে ধাপগুলো দেওয়া হলোঃ👇
- Passport No-
- Issuing Country
- Issue Date
- Issue Place
- Expiry Date
- Mobile No
- Nid no
- Full Name
- Father/Husbands Name
- Relation
- Mothers Name
- Date of Birth
- Salutation
- Photo
এক্ষেত্রে সকল তথ্য গুলো আপনি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন । স্যালুট্যাশন এ্রর জায়গায় MR. Or MRS দিবেন । ছবির ক্ষেত্রে ছবির সাইজ সবোর্চ্চ 150 কিলোবাইট হতে হবে । সকল তথ্য সঠিকভাবে পুরণ হয়ে গেলে Save & Next বাটনে ক্লিক করুন
আপনার জন্য আরো:
- ইমোর ৩ টি নিরাপত্তা আপডেট ২০২৩
- ব্যাকলিংক কি? কেন ব্যাকলিংক গুরুত্বপূর্ণ?
- Ezoic কি? আর এই ইজোইকের সুবিধা গুলো কী?
তারপর আপনার পারসোনাল তথ্য গুলো দিয়ে দিতে হবে । এটি ৩ ধাপে সম্পর্ণ করতে হবে ।
- Emergency Contact Address
- Parmanent Contact Address
- Present Address
Emergency Contact Address: এখানে কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে নিম্নে আমি বলে দিচ্ছি ঃ
- District/Metro
- Thana
- Post Office
- Post Code
- Village/Area/Sector
- Road
- House
Parmanent Contact Address: এখানে কয়েকটি তথ্য আপনাকে দিতে হবে নিম্নে আমি বলে দিচ্ছি ঃ
- District/Metro
- Thana
- Post Office
- Post Code
- Village/Area/Sector
- Road
- House
- District/Metro
- Thana
- Post Office
- Post Code
- Village/Area/Sector
- Road
- House
- Delivery Type
- Delivery From
- Passport
- NID Card
- Birth Certificate
- Word Council Certificate
- Others
- Rel no
- Passport no
- Name
- Mobile No
পুলিশ ক্লিয়ারেন্স এর ফি পরিশোধ করার পদ্ধতি
- Sonali Bank
- Card
- Mobile Banking
- Bkash
- Rocket
- Nogod
- Tap
- Upay
- পেমেন্ট ট্রান্সজেকশন
- চালান নম্বর
- জমার পরিমান
- সার্ভিস চার্জ
- জমার তারিখ
- Bank Name
- District
- Brance
- Chalan Date
- Chalan No
Police Clearance Online Application 2023
পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য কি কি কাগজপত্র লাগবে
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- জন্মনিবন্ধনের ফটোকপি (যদি ভোটার আইডি কার্ড না থাকে )
- পাসপোর্টের ফটোকপি
- চ্যায়ারম্যান এ একটি প্রত্যয়নপত্র/ওয়ার্ড কাউনসিল এর প্রত্যয়নপত্র
- এপ্লিকেশন ফর্ম
- চালান কপি