আসসালামু আলাইকুম। প্রিয় টেকনিক্যাল মাসুম ব্লগ এর পাঠক পাঠিকা বন্ধুরা আজকের ব্লগে আপনাদের স্বাগতম। আশাকরি সবাই অনেক অনেক ভালো আছে
আজকের ব্লগে আমরা জানবো কিভাবে অ্যালাইট মোশন অ্যাপের সাহায্যে উপরে দেওয়া স্ক্রিনশটের মতো ভিডিও ইডিটিং করবেন।
অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে ভিডিও তৈরি করতে গেলে কি কি প্রয়োজন?
এই ধরনের ভিডিও ইডিটিং করার জন্য মূলত আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেগুলো নিম্নে দেওয়া হলোঃ
১. অ্যালাইট মোশন অ্যাপের প্রয়োজন হবে।
২. আপনার অ্যালাইট মোশন অ্যাপটি সাইন ইন/ভেরিফাই করে নিতে হবে।
৩. একটি এক্সএমএল ফাইল বা একটি প্রিজেট ফাইল এর প্রয়োজন হবে
৪. একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এর প্রয়োজন হবে।
মোটামোটি উপরের এই গুলো সংগ্রহ করা থাকলে ভিডিও ইডিটিং এর কাজ সম্পর্ণ করা সম্ভব।
তো উপরে দেওয়া ঐ ভিডিওটি ইডিটিং করার জন্য যে সকল জিনিস প্রয়োজন তা আমার এই পোস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন।
👉7 Best Mobile Photo Coloring Apps/Software – 2023
এক্সএমএল ফাইল বা প্রিজেট ফাইলটি একদম নিচে পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।
যেভাবে এই ভিডিওটি ইডিটিং করবেন
প্রথমত ফাইলটি আপনার অ্যালাইট মোশন অ্যাপে শেয়ার করবেন বা ইম্পোট করে নিবেন।
তারপর ফাইলটি ওপেন করবেন। এবং দেখবেন অনেক গুলি ল্যায়ার রয়েছে। প্রথমে যে গ্রুপ ল্যায়ারটি রয়েছে সেগুলিতে ক্লিক করে আপনি নিজের মতো করে টেক্স সাজিয়ে নতে পারেন।
- ল্যায়ারে ক্লিক করুন।
- ইডিট গ্রুপে ক্লিক করুন।
- তারপর গ্রুপ ১ ক্লিক করুন।
- ইডিট গ্রুপে ক্লিক করুন।
- তারপর আপনি আপনার প্রয়োজন মাফিক টেক্স অ্যাড করে নিন।
বাকি ইডিট গুলা করার জন্য একদম হোম পেইজে চলে যান। প্রথম গ্রুপটি অতিক্রম করুন।তারপর দেখবেন একটি গ্রুপসহ তিনটি ছোট্ট লেয়ার আসবে। প্রথম ও তৃতীয় গ্রপে ক্লিক করার প্রয়োজন করার দরকার নেই। দ্বিতীয় গ্রপে ক্লিক করুন। তারপর দেখবেন আরো তিনটি গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে দুইটি করে আরো লেয়ার পাবেন। তিনটি গ্রপের মধ্যে প্রবেশ করে নিচের লেয়ারে একটি ছবি ইম্পোট করবেন। ছবি ইম্পোট করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ
- লেয়ারে ক্লিক করুন
- Color & Fill ক্লিক করুন
- ভিডিও লোগো তে ক্লিক করুন
- এবং ভিডিওটি ইম্পোট করুন।