হেলো বন্ধুরা সবাই কেমন আসো । টেকনিকাল মাসুম ব্লগারে আপনাকে স্বাগতম । আজকের এই পোস্টের মাধ্যমে ইনসুরেন্স সম্পর্কিত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো । ইনসুরেন্স কি ? ইনসুরেন্স কত প্রকার ? তো চলুন তাহলে কিছু ব্যসিক ধারণা সংগ্রহ করি ।
ইনসুরেন্স কি?
ইনসুরেন্স মানে হলো বিমা । ইনসুরেন্স হলো এক প্রকার এগ্রিমেন্ট যা ভবিৎষতে হওয়া ফিন্যান্সিয়াল লস কে সুরক্ষা করে । যেমন : আমরা অনেকেই জানি যে, আমাদের জীবনে যখন তখন যেকোনো দূর্ঘটনা ঘটে যেতে পারে । আর সেই দূর্ঘটনা থেকে বাহির হতে হয়তো আমাদের অনেক সময় ফিন্যান্সিয়াল লসও হয়ে যেতে পারে । আর সেই ফিন্যান্সিয়াল লসেরই ভর্তুকি করে ইনসুরেন্স
ইনসুরেন্স কিভাবে কাজ করে ?
ইনসুরেন্স সাধারণত একপ্রকার লিগ্যাল এগ্রিমেন্ট যা ইনসুরা ও ইনসুরেড পারসোনের মধ্যে করা হয় । আর এই এগ্রিমেন্ট কেই বলা হয় ইনসরেন্স পলিসি । যেখানে ইনসুরেড পারসোন কে মানে কাস্টমারকে একটা ফিস প্রিমিয়াম পে করতে হয় ইনসুরার কে মানে কোনো ইনসুরেন্স কম্পানিকে । কোনো কিছু ইনসুরেন্স করানোর জন্য । ্আর সেই প্রিমিয়ামের পরিবর্তে ্ইনসুরেন্স কম্পানি এক প্রকার কমিটমেন্ট করে যে ইনসুরেন্স করানো বস্তুটি কোনো কারণে ড্যামেজ বা চুরি হয়ে গেলে সেটাতে যা খরচ হবে সেটা বহন করবে ইনসুরেন্স কম্পানি । এবং তার জন্য ইনসুরেট পারসোন কে কিছু ব্যসিক টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হয় যেটা ইনসুরেন্স নিয়মের মধ্যে পড়ে । এই পুরো ব্যাটারটিকে আমরা একটা উদাহরণ এর মা্ধ্যমে বুঝার চেষ্টা করি ।
ধরুন আপনার এক বন্ধূ অমিতের একটি গাড়ি আছে । অমিত তার গাড়িটিকে ইনসুরেন্স করিয়েছে এবিছি কম্পানি থেকে যার জন্য সেই কম্পানিকে প্রতিবছর ১০০০০ টাকা করে পে করতে হয় । এখন কোনো একদিন তার সেই গাড়িটি ড্যামেজ হয়ে যায় বা এক্সিডেন্ট হয়ে যায় । যেটা ঠিক করার জন্য অমিতের খরচ হবে আনুমানিক ৭০০০০ টাকা । একন সে ইনসুরেন্স এর টার্মস এন্ড কন্ডিশনের নিয়ম অনুসারে তার গাডিটির সমস্ত খরচ বহন করবে সেই এবিছি কম্পানি । এবং এখানে ইনসুরেন্স কম্পানি তার গাড়ি মেরামতের জন্য যেই খরচটা দিবে সেটা দিবে অমিত ও ইনসুরেন্স কম্পানির মধ্যে হওয়া এক এগ্রিমেন্টের কারণে । যেটা হলো ইন্সুরেন্স বা ইন্সুরেন্স পলিসি ।
ইন্সুরেন্স কত প্রকার ?
ইন্সুরেন্স সাধারণত ২ রকমের হয় ।
- লাইফ ইনসুরেন্স
- জেনারেল ইন্সুরেন্স
লাইফ ইন্সুরেন্স
জেনারেল ইন্সুরেন্স
- হেল্থ ইন্সুরেন্স
- মটর ভেহিকেল ্ইন্সুরেন্স
- হোম ইন্সুরেন্স
- ট্রাভেল ইন্সুরেন্স
- ক্রপ ইন্সুরেন্স