ইনসুরেন্স কি? ইন্সুরেন্স কত প্রকার ? ইনসুরেন্স কিভাবে কাজ করে ?

হেলো বন্ধুরা সবাই কেমন আসো । টেকনিকাল মাসুম ব্লগারে আপনাকে স্বাগতম । আজকের এই পোস্টের মাধ্যমে ইনসুরেন্স সম্পর্কিত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো । ইনসুরেন্স কি ? ইনসুরেন্স কত প্রকার ? তো চলুন তাহলে কিছু ব্যসিক ধারণা সংগ্রহ করি । 

FRP TikTok Trending 6 Best Friend XML File Video Editing | 6 Best Friend Trending Video Xml | #xml


ইনসুরেন্স কি?

ইনসুরেন্স মানে হলো বিমা । ইনসুরেন্স হলো এক প্রকার এগ্রিমেন্ট যা ভবিৎষতে হওয়া ফিন্যান্সিয়াল লস কে সুরক্ষা করে । যেমন : আমরা অনেকেই জানি যে, আমাদের জীবনে যখন তখন যেকোনো দূর্ঘটনা ঘটে যেতে পারে । আর সেই দূর্ঘটনা থেকে বাহির হতে হয়তো আমাদের অনেক সময় ফিন্যান্সিয়াল লসও হয়ে যেতে পারে । আর সেই ফিন্যান্সিয়াল লসেরই ভর্তুকি করে ইনসুরেন্স


ইনসুরেন্স কিভাবে কাজ করে ?

ইনসুরেন্স সাধারণত একপ্রকার লিগ্যাল এগ্রিমেন্ট যা ইনসুরা ও ইনসুরেড পারসোনের মধ্যে করা হয় । আর এই এগ্রিমেন্ট কেই বলা হয় ইনসরেন্স পলিসি । যেখানে  ইনসুরেড পারসোন কে মানে কাস্টমারকে একটা ফিস প্রিমিয়াম পে করতে হয় ইনসুরার কে মানে কোনো ইনসুরেন্স কম্পানিকে । কোনো কিছু ইনসুরেন্স করানোর জন্য । ্আর সেই প্রিমিয়ামের পরিবর্তে ্ইনসুরেন্স কম্পানি এক প্রকার কমিটমেন্ট করে যে ইনসুরেন্স করানো বস্তুটি কোনো কারণে ড্যামেজ বা চুরি হয়ে গেলে সেটাতে যা খরচ হবে সেটা বহন করবে  ইনসুরেন্স কম্পানি । এবং তার জন্য ইনসুরেট পারসোন কে কিছু ব্যসিক টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হয় যেটা ইনসুরেন্স নিয়মের মধ্যে পড়ে । এই পুরো ব্যাটারটিকে আমরা একটা উদাহরণ এর মা্ধ্যমে বুঝার চেষ্টা করি । 



ধরুন আপনার এক বন্ধূ অমিতের একটি গাড়ি আছে । অমিত তার গাড়িটিকে ইনসুরেন্স করিয়েছে এবিছি কম্পানি থেকে যার জন্য সেই কম্পানিকে প্রতিবছর ১০০০০ টাকা করে পে করতে হয় । এখন কোনো একদিন তার সেই গাড়িটি ড্যামেজ হয়ে যায় বা এক্সিডেন্ট হয়ে যায় । যেটা ঠিক করার জন্য অমিতের খরচ হবে আনুমানিক ৭০০০০ টাকা । একন সে ইনসুরেন্স এর টার্মস এন্ড কন্ডিশনের নিয়ম অনুসারে তার গাডিটির সমস্ত খরচ বহন করবে সেই এবিছি কম্পানি । এবং এখানে ইনসুরেন্স কম্পানি তার গাড়ি মেরামতের জন্য যেই খরচটা দিবে সেটা দিবে অমিত ও ইনসুরেন্স কম্পানির মধ্যে হওয়া এক এগ্রিমেন্টের কারণে । যেটা হলো ইন্সুরেন্স বা ইন্সুরেন্স পলিসি । 



ইন্সুরেন্স কত প্রকার ?

ইন্সুরেন্স সাধারণত ২ রকমের হয় । 

  • লাইফ ইনসুরেন্স
  • জেনারেল ইন্সুরেন্স

লাইফ ইন্সুরেন্স

নাম শুনেই বোঝা যাচ্ছে যে লাইফ ইন্সুরেন্স । মানে যে ইন্সুরেন্স কোনো ব্যক্তিগত জীবনের জন্য করা হয় । যেমন ইনসুরেন্স কম্পারি সাথে এক প্রকার এগ্রিমেন্ট হয় যে যদি কোনো কারণে ইন্সুরেন্স করানো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তবে ইন্সুরেন্স কম্পানি তার ফ্যামিলিকে টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ি একটা এককালিন অর্থ পে করবে । যত টাকা ইন্সুরেন্স ব্যাক্তিটি করেছিল । 

জেনারেল ইন্সুরেন্স

লাইফ ইন্সুরেন্স বাদে যতগুলা ইন্সুরেন্স হয় তাদের সবগুলা ইন্সুরেন্স হলো জেনারেল ইন্সুরেন্স ।যেমন 
  • হেল্থ ইন্সুরেন্স 
  • মটর ভেহিকেল ্‌ইন্সুরেন্স 
  • হোম ইন্সুরেন্স 
  • ট্রাভেল ইন্সুরেন্স 
  • ক্রপ ইন্সুরেন্স 

হেল্থ ইন্সুরেন্স 

এই ইন্সুরেন্সে হেল্থ রিলেটেড কোনো প্রবলেম ট্রিটমেন্টের জন্য হওয় খরচ বহন করে থাকে ইন্সুরেন্স কম্পানি । 

মটর ভেহিকেল ্‌ইন্সুরেন্স

এই ইন্সুরেন্সে যে কোনো মটর ভেহিকেল যেমনঃ বাইক,গাড়ি চুরি বা এক্সিডেন্ট হওয়া খরচ বহন করে থাকে  এই ইন্সুরেন্স কম্পানি । 

হোম ইন্সুরেন্স 

এই ইন্সুরেন্সে বাড়িতে আগুন লাগা ,কোনো কিছু চুরি হওয়া বা বাড়িতে হওয় যেকোনো ক্ষতির খরচ বহন করে থাকে এই হোম ইন্সুরেন্স । 
Music

ট্রাভেল ইন্সুরেন্স 

কোনো ট্রাভেল এ্রর সময় কোনো দূর্ঘটনা জনিত কারনে হওয়া ফিন্যান্সিয়াল লসকে বহন করে এই ট্রাভেল ইন্সুরেন্স । 

👉FRP TikTok Trending 6 Best Friend XML File Video Editing | 6 Best Friend Trending Video👇

ক্রপ ইন্সুরেন্স 

এই ইন্সুরেন্সটি করা হয় যেকোনো ফসলের উপর । যেমন- কোনো কারনে ফসল নষ্ট হলে যে পরিমান ফিন্যান্সিয়াল ক্ষতির সম্মুখিন কৃষক হয় তা বহন করে এই ্ক্রপ ইন্সুরেন্স । আবার যদি কোনো কৃষক তার ফসলের জন্য ব্যাংক থেকে লন নিয়ে থাকে তাহলে এই ইন্সুরেন্সটি করে রাখা খুবই জরুরি । 

তো আশাকরি এই পোস্টের মাধ্যমে ইন্সুরেন্স সম্পর্কিত কিছু ব্যসিক ধারণা দিতে পেরেছি । এই পোস্টটি সম্পর্কিত আরো জানার থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন । ধন্যবাদ

Download File

Post a Comment

Previous Post Next Post